প্রকাশিত: Tue, Dec 13, 2022 6:09 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:37 AM

বিশ্বকাপ ট্রফি উঠছে মেসির হাতেই : ইব্রাহিমোভিচ

এ্যানি আক্তার: নেইমারের দল ছিটকে যাওয়ায় কাতার বিশ্বকাপটা হয়ে উঠেছে মেসিময়। ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গ্রেট কি পারবেন ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে তুলতে চারপাশে এই আকুল জিজ্ঞাসা ভক্তদের। তবে এ নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই সুইডেনের তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের। দ্য ন্যাশনাল

এসি মিলান স্ট্রাইকার বলছেন, কাতার বিশ্বকাপের ট্রফি উঠছে মেসির হাতে এটা লিখিত হয়ে গেছে। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে শক্তিশালী দল আখ্যা দিলেও ইব্রার দ্বিধাহীন মন্তব্য, কাতারে মেসির জয় অনিবার্য।

২০০২ ও ২০০৬ সালে বিশ্বকাপে সুইডেনের প্রতিনিধিত্ব করা ইব্রা বলেন, আমি মনে করি, এটি ইতোমধ্যে লেখা আছে যে কে কাতারে ট্রফি জিতবে। আপনারা জানেন, আমি কাকে বলতে চাইছি। সোনালি ট্রফিটা মেসির হাতেই শোভা পায়। আমি তাকে ও তার দলকে সমর্থন করছি।

মরক্কোকে বলা হচ্ছে চলতি বিশ্বকাপের জায়ান্ট কিলার এবং তাদের জয়গুলোকে ‘অঘটন’ আখ্যা দিচ্ছেন কেউ কেউ। তবে এভাবে ভাবতে নারাজ ইব্রা। তিনি বলছেন, মরক্কোর সেমিফাইনাল খেলাটা আশ্চর্যের কিছু নয়। তাদের এই পারফরম্যান্সে আমি মোটেও অবাক হইনি। বিশ্বকাপের আগে থেকেই তারা ভালো দল। সম্পাদনা: খালিদ আহমেদ